জামায়াতের আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-১৬ ১৯:৫৫:৩৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে জামায়াত আমির বলেন, ‘দল-মত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত মানুষ ফিলিস্তিনের পাশে রয়েছে। ফিলিস্তিন একটি জাতিরাষ্ট্র হিসেবে পূর্ণ স্বাধীনতা নিয়ে বিশ্বের বুকে দাঁড়াক বলে আমরা চাই।’
এদিকে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘গাজার ভয়াবহতা এখনও অনেক মানুষ জানে না।’
জামায়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি সম্মানিত উল্লেখ করে বলেন, ‘এটা শুরু, এই যোগাযোগ ও সম্পর্ক অব্যাহত থাকবে।’
বিএইচ