মিরপুরে রেকর্ড গড়লেন মিরাজ

প্রকাশ: ২০১৬-১০-২৯ ১৩:১১:৩০


mirazচট্টগ্রামের পর ঢাকাতেও মিরাজের স্পিন জাদু। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৬ উইকেটের পর ঢাকাতেও জ্বলে উঠলেন তিনি। নিলেন ৫ উইকেট। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে টানা ৫ উইকেট নিয়ে নতুন উচ্চতায় ওঠে গেছেন মিরাজ।

বাংলাদেশের হয়ে এই অর্জন আগে কেউ গড়তে পারেনি। ক্যারিয়ারের টানা প্রথম দুই টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নিয়ে নতুন উচ্চতায় উঠে গেছেন এই তরুণ স্পিনার।

শুক্রবার প্রথম দিন ৬.৩ ওভারে দুই উইকেট নেওয়ার পর শনিবার মিরপুরে লাঞ্চের আগেই একে একে ফেরার মঈন আলী (১০), জনি বেয়ারস্টো (২৪) ও জাফর আনসারীকে (১৩)। পূরণ করে নেন দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট।  লাঞ্চ বিরতি পর্যন্ত তার বোলিং ফিগার ৬৫ রানে ৫ উইকেট।

চট্টগ্রাম টেস্টে অভিষেক ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ১ উইকেট।

এর আগে বাংলাদেশের হয়ে যারা অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন তাদের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসও তুলে ধরা হল নিচে-

১: মানজারুল ইসলাম অভিষেকে ৬ উইকেটে ও দ্বিতীয় টেস্টে (০)।

২: ইলিয়াস সানী অভিষেকে ৬ দ্বিতীয় টেস্টে ১।

৩: সোহাগ গাজী অভিষেকে ৬ দ্বিতীয় টেস্টে ৩।

৪: নাঈমুর রহমান অভিষেকে ৬ দ্বিতীয় টেস্টে ১।