ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ ইয়াহিয়া সিনওয়ার গায়েবানা জানাজা আদায়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-২০ ১৯:৫০:১৫


রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা আদায় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২০ অক্টোবর) যোহরের নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের ইমামতিতে জানাযার নামাজ সম্পন্ন হয়।

জানাযার আগে ছাত্রশিবিরের অফিস সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

এর আগে সংগঠনটি একটি যৌথ শোকবার্তায় সিনওয়ারের শাহাদাতে শোক প্রকাশ করে। শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য ইয়াহিয়া সিনওয়ার ছিলেন একজন অন্যতম অগ্রনায়ক। বিশ্ববিজয়ী বীর শহীদ ইয়াহিয়া সিনওয়ারকে হারিয়ে আমরা গভীরভাবে শোকহত!

আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন এবং গাজার মজলুম জনগণের মুক্তি সংগ্রামের এই অবিসংবাদিত নেতা তার জীবনে যে বিশাল দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তার শাহাদাত কবুল করুন এবং তার পরিবার ও সহযোদ্ধাদের এই শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করুন, আমীন।

এম জি