মিতু হত্যার অন্যতম আসামি গুন্নু জামিনে মুক্ত

আপডেট: ২০১৬-১০-৩১ ১৮:৩৭:৫৫


mituসাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি আবু নসর গুন্নু জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রবিবার চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।
চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম জানান, গুন্নুর বিরুদ্ধে মিতু হত্যা মামলাসহ দু’টি মামলা ছিল। দু’টিতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। এ সংক্রান্ত কাগজপত্র হাতে পাওয়ার পর তা যাচাই বাছাই করে তাকে বিকালে মুক্তি দেওয়া হয়েছে।
গত ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন মিতু। এ ঘটনায় মিতুর স্বামীর দায়ের করা মামলায় গুন্নুসহ আটজনকে পুলিশ গ্রেফতার করে। গুন্নুর মুক্তির পর অপর সাত আসামি বর্তমানে কারাগারে রয়েছে।