‘এতদিন পর আমাকে নিয়ে বিতর্ক কেন’!

প্রকাশ: ২০১৬-১০-৩১ ১১:২৩:৪২


ayshori-rayসম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। মুক্তির আগের থেকেই এই ছবি নিয়ে ছিল অনেক বিতর্ক। সেই বিতর্ক মাঝে না শোনা গেলেও মুক্তির পর আবারও ঐশ্বরিয়াকে ঘিরে শুরু হয়েছে সেই পুরোনো বিতর্ক। রণবীর কাপুরের সাথে তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এ পর্যন্ত অনেক ধকল পোহাতে হয়েছে তাকে।

আর এই ধকল পোহানোর মূল কারণ তিনি বচ্চন পরিবারের বধূ। কারণ ক্যারিয়ারে এতগুলো বছর পার করলেও অনস্ক্রিন বিষয়টি নিয়ে কোনো সমালোচনা ছিল না। তবে বচ্চন পরিবারে বধূ হিসেবে আসার পর থেকে এমন ঘটনা এর আগেও কয়েকবার ঘটেছে। আর এই বিষয়টি নিয়েই ক্ষেপেছেন তিনি।

ঐশ্বরিয়া বলেন, ‘আমি এর আগেও এমন দৃশ্যে অভিনয় করেছি। তাহলে এতদিন পর আমাকে নিয়ে বিতর্ক কেন! অনেকেই আমার পরিবারের বিষয়টি তুলে আমাকে নিয়ে নানা গুঞ্জন রটাচ্ছেন। কিন্তু আমি একজন অভিনেত্রী। এই বিষয়টি ভুলে যারা আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন তারা আমার কাছ থেকে দূরে থাকলেই খুশি হবো।’