নারায়ণগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

প্রকাশ: ২০১৬-১০-৩১ ১২:২৬:১৭


bloody-knife-in-a-handনারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত মেয়ে জামাইয়ের বিরুদ্ধে আলাতুন নেছা (৭০) নামে তার শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

সোমবার ভোরে উপজেলার গন্ধর্বপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাহান।

নিহত আলাতুন নেছা গন্ধর্বপুর এলাকার রেজাউর রহমানের স্ত্রী। এসময় জামাইয়ের ছুরিকাঘাতে জখম হন আলাতুন নেছার মেয়ে মাজেদা বেগমও।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই শাহজাহান বলেন, বেশ কিছু দিন ধরেই মাদকাসক্ত তোফাজ্জল হোসেন শাশুড়ির কাছে জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। এ নিয়ে শাশুড়ি আলাতুন নেছার সঙ্গে তোফাজ্জল হোসেনের বাকবিতণ্ডাও হয়েছে। এরই জেরে সোমবার ভোর ৪টার দিকে আলাতুন নেছাকে ছুরিকাঘাত করে তোফাজ্জল হোসেনসহ তার সহযোগীরা।

এসময় মাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে মেয়ে মাজেদা বেগমও আহত হন। মা-মেয়েকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাতুন নেছাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই শাহজানান।

এদিকে, মা-মেয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আতাবুর রহমান ও সানাউর হোসেন সানু নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।