রাজধানীতে অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক
প্রকাশ: ২০১৬-১১-০১ ১০:৫৬:০৫
রাজধানীতে অস্ত্রসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ । সোমবার রাতে দারুসসালাম থানার গাবতলী থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে বাহিনীটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তির নাম খায়রুল। তার কাছে থেকে ১০টি পিস্তল ও ৩৫টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান জানান, আটক খায়রুল ভারতের নাগরিক। তিনি অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত।
দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।