ইবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৩ জন শিক্ষার্থী

প্রকাশ: ২০১৬-১১-০১ ১৬:৩৭:৪৭


iu20151024070748কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৩ জন শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অফিস থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টম্বর থেকে টেলিটক

সিম এর মাধ্যমে আবেদন প্রক্রিা শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হয়। এ বছর ভর্তি পরীক্ষায় ৫ টি অনুষদের অধীনে মোট ৮টি ইউনিটে ১ হাজার ৬৯৫ টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯১০ জন শিক্ষার্থীর আবেদন জমা পরেছে। এর মধ্যে ধর্মতত্ত অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে ১৯৬০ জন শিক্ষার্থীর আবেদন জমা পরেছে। মানাবিক ও সামাজিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে টি ৪২০ আসনের বিপরীতে ১৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থীর এবং ‘সি’ ইউনিটে ২২৫ টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থীর আবেদন জমা পরে। ফলিত বিজ্ঞন ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ১৩৫ টি আসনের বিপরীতে ১২ হাজার ২৮৯ জন শিক্ষার্থীর, ‘ই’ ইউনিটে ১৩৫ টি আসনের বিপরীতে ১২ হাজার ৩৯১ জন শিক্ষার্থীর আবেদন জমা পরে এবং ‘এফ’ ইউনিটে ১০০ টি আসনের বিপরীতে ২ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর আবেদন জমা পরেছে ।

এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ৩০০ টি আসনের বিপরীতে ৮ হাজার ৩২৭ জন শিক্ষার্থীর এবং আইন ও মুসলিম বিধান অনুষদভুক্ত এইচ ইউনিটে ১৪০ টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর আবেদন জমা পরেছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আগামী ১০ নভেম্বর থেকে প্রবেশ পত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওযেব সাইট (www.iu ac.bd) তে পাওয়া যাবে।

সানবিডি/ঢাকা/এসএস