ওআইসি মহাসচিবের পদত্যাগ
প্রকাশ: ২০১৬-১১-০২ ১৪:৪০:৫৯
সৌদিভিত্তিক ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি পদত্যাগ করেছেন।
সংবাদ মাধ্যম দ্যা জর্ডান টাইমস জানিয়েছে, সোমবার আইয়াদ আমিন মাদানির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।
জানা গেছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করার দুই দিন পর ‘স্বাস্থ্যগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করলেন মাদানি।
এদিকে মাদানির পদত্যাগের পর সৌদি আরবের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ইউসুফ আল-উতায়মেনকে মহাসচিব পদের জন্য মনোনীত করা হয়েছে। মিসরও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।
সম্প্রতি মিসরের প্রেসিডেন্ট বেজি সাইদ আল-সিসির উদ্দেশে মাদানি বলেন, দুঃখিত মহামান্য প্রেসিডেন্ট বেজি সাইদ আল-সিসি। আপনার ফ্রিজে পানির বাইরে আরও কিছু রয়েছে।
মাদানির এমন মন্তব্যের পর পরই মিসরের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ সুকরি অভিযোগ করেন, মাদানির মন্তব্য সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে।
পরে তার মন্তব্যের জন্য ক্ষমা চান মাদানি। কিন্তু কূটনীতিক চাপের কারণে শেষপর্যন্ত পদত্যাগ করেন।
সৌদি আরবের নাগরিক মাদানি ২০১৪ সাল থেকে সংস্থাটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।