গুম কমিশনে অভিযোগ দিলেন ব্যারিস্টার আরমান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-২৯ ১৯:৩৩:৪১
আট বছর পর ‘আয়নাঘর’ থেকে মুক্ত হওয়া জামায়াতের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (আরমান) গুম হওয়ার অভিযোগ দায়ের দায়ের করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) তার পক্ষে গুলশান অ্যাভিনিউয়ে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে অভিযোগ জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন।
গত ৫ আগস্ট সরকার পতনের পরদিন ৬ আগস্ট ব্যারিস্টার আরমানের ফিরে আসার খবর পাওয়া যায়। ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে ভারি অস্ত্র হাতে বাসায় হানা দিয়েছিল।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস-এর ১১ নং সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতালায় থাকতেন তিনি। এই বাসা থেকেই দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।
এম জি