বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি   

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-৩০ ১৩:৫৬:২২


বাংলাদেশের বিনিয়োগ খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)  জনাব নাহিয়ান রহমান রোচিকে বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান  হিসেবে নিয়োগ করেছে।

মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিডা’র ইস্যুকৃত এক পত্রের মাধ্যমে তাকে যোগদানের আমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়। বিডায় তিনি অতিরিক্ত সচিব পদ মর্যাদায় যোগদান করবেন।   বিডা’র প্রত্যাশা জনাব নাহিয়ানের নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নাহিয়ান সরাসরি বিডার নির্বাহী চেয়ারম্যানের অধীনে কাজ করবেন এবং বিডা’র উচ্চপদস্থ নেতৃত্ব দলের অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন, এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিভিন্ন কৌশল বাস্তবায়নে কাজ করবেন।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান  হিসাবে যোগদানের ব্যাপারে  নাহিয়ান বলেন, “ দেশের বিনিয়োগ উন্নয়নে বিডা’র গুরুত্ব অপরিসীম, বিডা’র বিজনেস ডেভেলপমেন্টে   কাজ করা একই সাথে চ্যালেঞ্জ এবং সম্মানের । আমি বাংলাদেশকে একটি সমৃদ্ধ বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যা ব্যবসায়ের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে এবং সকল নাগরিকের কল্যাণে অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত করবে।

উল্লখ্য, নাহিয়ান রহমান রোচি এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং বাংলাদেশে বিভিন্ন শীর্ষ পদে তার দক্ষতার ছাপ রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক এবং মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র। তার পেশাগত দক্ষতা সিআইএমএ এবং সিপিএ সার্টিফিকেশন দ্বারা সমৃদ্ধ।

 

এসকেএস