মব জাস্টিস কোনোভাবে গ্রহণযোগ্য নয় : ভলকার তুর্ক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-৩০ ২০:১২:০৪


মব জাস্টিস কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর এক‌টি হোটেল এক সংবাদ স‌ম্মেল‌নে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জুলাই-আগস্ট আন্দোলনের পর বাংলাদেশের অনেক স্থা‌নে মব জাস্টিস হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে মানবাধিকার হাইকমিশনার বক্তব‌্য জান‌তে চাইলে হাইক‌মিশনার ব‌লেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি অপরাধের তদন্ত করতে হবে।

আন্দোলনে পুলিশ মারার ঘটনায় দায়মুক্তির বিষ‌য়ে তুর্ক ব‌লেন, কোনো হত্যার দায়মুক্তি দেয়া উচিত নয়। প্রতিটি হত্যার তদন্ত ও বিচার করতে হবে। না হ‌লে মানবা‌ধিকার প্রশ্নবিদ্ধ হয়।

দুই দি‌নের সফ‌রে সোমবার দিবাগত রা‌তে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

সব আনুষ্ঠানিকতা শে‌ষে বুধবার দিবাগত রা‌তে ঢাকা ছে‌ড়ে যা‌বেন ভলকার।

বিএইচ