৮ দফা মেনে না নিলে রবিবার থেকে লাগাতার ট্রাক ধর্মঘট

প্রকাশ: ২০১৬-১১-০৫ ১৭:১৩:২২


trackআজ শনিবারের মধ্যে ৮ দফা দাবি মেনে না নিলে আগামীকাল রবিবার থেকে লাগাতার ধর্মঘটে যাবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার বিকালে ফতুল্লার পাগলায় আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে সংগঠনের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। এর আগে ৮ দফা দাবির পক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর, গুরুত্বপূর্ণ জেলায় শ্রমিক সমাবেশ করা হয়। সর্বশেষ শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হয় গতকাল ফতুল্লায়। সমাবেশে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রাম থেকেও নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রুস্তম আলী খান। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, ট্রাক-কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মনির তালুকদার, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুবেল, টঙ্গী-গাজীপুর ট্রাক চালক ও মালিক সমিতির নেতা মালেক মাস্টার প্রমুখ।
আজ শনিবারের মধ্যে ৮ দফা দাবি মেনে না নিলে কাল রবিবার থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়ে কাউসার আহমেদ পলাশ বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। এ আন্দোলন সরকারের পতন কিংবা কাউকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নয়। রাস্তায় ট্রাক চলাচলে যেসব প্রতিবন্ধকতার কারণে প্রতিনিয়ত চালক ও শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছে এ আন্দোলন তার বিরুদ্ধে। আমাদের দাবি শনিবার না মানলে রবিবার সারাদেশে লাগাতার ধর্মঘট শুরু হবে।
সংগঠনটির ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলোঃ সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ডের জন্য জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা এবং প্রতি জেলায় ট্রাক স্ট্যান্ড স্থাপন, দিনের বেলা ঢাকা শহরে দেড় হাজার ও তিন হাজার কেজি পর্যন্ত মালামাল পরিবহনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মডেলের অজুহাতে কোনো গাড়ি বাতিল না করা, রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা দূর, সব সড়ক-মহাসড়কে পুলিশ এবং হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ, রেকার বাণিজ্য বন্ধ, সড়ক-মহাসড়কে চুরি-ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স, দুর্ঘটনার ক্ষেত্রে একতরফা ট্রাক চালকদের দোষারোপ না করা এবং নিয়োগপত্রের ব্যবস্থা।
৮ দফা দাবির বিষয়ে আজ শনিবার ঢাকায় প্রেসক্লাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংগঠনটির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সমস্যার সমাধান না হলে কাল রবিবার সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহবান করা হয়েছে।