নাসিরনগরে হামলার ঘটনায় হাইকোর্টে রিট
প্রকাশ: ২০১৬-১১-০৬ ১২:৩৭:৪১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও শালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্না এ রিট আবেদন দায়ের করেন।
এ ছাড়া রিট আবেদনে নাসিরনগরসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, পুলিশের আইজিপি, চট্রগাম বিভাগের ডিআইজি, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, এসপি, নাসিরনগরের ইউএনও এবং থানার ওসিকে রিটে বিবাদী করা হয়েছে।
বিচারপতি কাজী মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
প্রসঙ্গত, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
সানবিডি/ঢাকা/এসএস