ফরিদপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রকাশ: ২০১৬-১১-০৬ ১৬:৩১:৪৮
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামে মুন্নী (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে পুলিশ মুন্নীর লাশ তার শশুড় বাড়ি থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুন্নীর শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে। এ ঘটনায় মধুখালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা ও পুলিশ জানায়, মধুখালী পৌর এলাকার পরীক্ষিতপুর গ্রামের আবদুর রহমানের কন্যা মুন্নীর ৪ বছর আগে বিয়ে হয় রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি গ্রামের হানিফ মণ্ডলের ছেলে সুমন মণ্ডলের সাথে।
বিয়ের ১ বছর পর তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। কিছুদিন পর সুমন বিদেশ চলে যায়। সুমন বিদেশ চলে যাবার পর মুন্নীর উপর নানাভাবে নির্যাতন চালায় তার শশুড় বাড়ির লোকজন। যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ দেয়া হয় মুন্নীকে। শনিবার রাতে মুন্নীর উপর ফের নির্যাতন চালানো হয়। মুন্নী রাতে তার বাবার কাছে ফোন করে নির্যাতনের কথা জানায় এবং সকালে তাকে নিয়ে যেতে বলে। রবিবার সকালে মুন্নীর বাবা রহমান মেয়েকে আনতে গেলে তাকে সালিশের কথা বলে বাড়ির উঠানে বসিয়ে রাখা হয়।
পরে মুন্নীর শশুর-শাশুড়ি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। দীর্ঘক্ষন বসে থাকার পর মুন্নীর বাবা ঘরে গিয়ে মুন্নীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। মুন্নীর বাবা আবদুর রহমান জানান, তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। হত্যার জন্য তিনি সুমনের বাবা-মাকে দায়ি করেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মুন্নীর শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানান তিনি।