সোমবার নাসিরনগরে প্রতিনিধি দল পাঠাবে ১৪ দল

প্রকাশ: ২০১৬-১১-০৬ ১৬:৪০:৫৮


nasimআওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের একটি প্রতিনিধি দল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পরিদর্শনে যাচ্ছে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ও সামবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। সেখানে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রশাসনের সঙ্গেও বলবে।
রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ১৪ দল। সেখানে হামলা রোধে প্রশাসনের যারা ব্যর্থ হয়েছেন, তাদের দ্রুত সরিয়ে দেয়ার দাবিও জানান ১৪ দলের নেতারা। মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যেটা বলেছেন, সেটা অনুমান করে বলেছেন। প্রমাণ সাপেক্ষে ও বাস্তবতা মেনে আমাদের কাজ করতে হয়। স্বাধীনতাবিরোধী চক্র নাসিরনগরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই, তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমন করেছে। মোহাম্মদ নাসিম বলেন, ছায়েদুল হক একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি কি কারণে এ ধরণের কথা বলেছেন সেটা আমরা দেখছি। তার মত একজন নির্বাচিত জনপ্রতিনিধি এ ধরণের কথা বলবেন তা আমরা বিশ্বাস করি না।
‘বিএনপির জনসমর্থনে ভয় পেয়ে সরকার সমাবেশ করার অনুমতি দিচ্ছে না, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যে নাসিম বিস্মিত হয়েছেন বলে দাবি করেন।তিনি বলেন,‘আওয়ামী লীগ কাউকে ভয় করে না। আমরা ভয়কে জয় করতে পারি। আওয়ামী লীগের নেতৃত্বেই যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।’ খালেদা জিয়ার উদ্দেশ্য করে নাসিম বলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমাদের কার্যালয় বছরের পর ব্ছর কাঁটা তারের বেড়া দিয়ে আটকে রেখছিলেন। তারপরও আমরা টিকে ছিলাম।শত নির্যাতনের মধ্যেও আমরা ভয়কে জয় করে আপনার পতন ঘটিয়েছি। অপকর্ম করার জন্য আপনি জনগণকে ভয় পান।
এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, মহাসচিব এমএ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।