নাসিরনগরের ইউএনও প্রত্যাহার
প্রকাশ: ২০১৬-১১-০৬ ১৬:৪৫:২৪
৩০ তারিখে সহিংসতায় ঘটনায় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমদকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রিপোর্ট করার জন্য বলা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিউল হক ভূইয়া একথা নিশ্চিত করেছেন।
ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।