আরেক মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার সুমন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-০৬ ১৩:৫২:৪৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রীতে মুদি দোকানি মিজানুর রহমান নিহত হওয়ার মামলায় সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এ আদেশ দেন।

মিজানুরের নিহত হওয়ার ঘটনায় গত ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বাবা কামাল হোসেন।

মামলার অন্য আসামিদের মধ্যে আছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ।

শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

এম জি