খাদিজার বাম হাত-মাথায় অস্ত্রোপচার সম্পন্ন
প্রকাশ: ২০১৬-১১-০৭ ১৭:৫৬:৫০
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের আরেক দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ২টা ২০ মিনিটে তার অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় বলে ডাক্তারদের বরাত দিয়ে জানান খাদিজার বাবা মাসুম মিয়া এদিন খাদিজার বাম হাত ও মাথায় অস্ত্রোপচার করা হয়। এর আগে ৪ অক্টোবর খাদিজার মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয়।
১৭ অক্টোবর তার ডান হাতে অস্ত্রোপচার হয়। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর খাদিজাকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। –
সানবিডি