‘নাসিরাবাদের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না’

প্রকাশ: ২০১৬-১১-০৮ ১৭:৫৪:৩৯


asad khanযারা নাসিরনগরে তাণ্ডব চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সকল অপরাধীকে খুঁজে বের করা হবে।

মঙ্গলবার বিকালে নাসিরনগরে জেলা পুলিশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। এর আগে, মন্ত্রী গৌর মন্দিরসহ সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শন করেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের সংবিধান স্পষ্ট করে বলেছে অন্যের বিশ্বাসের ওপর কোনোভাবেই আঘাত করা যাবে না। আগুন সন্ত্রাস, বিদেশি হত্যা, ধর্মগুরুদের হত্যা প্রচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে ব্যার্থ হয়ে একটি গোষ্ঠী নতুন করে সারা দেশে এসব ঘটনা ঘটাচ্ছে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেন, ‘হামলার চালানোর দিন পাশের জেলার মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে করে হাফপ্যান্ট পরা লোকজন এসে হামলা করেছে। কারা এই ট্রাকের ভাড়া দিল, লোকজন আনল তাদের খুঁজের বের করুন।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান প্রমুখ।