নাইজেরিয়ায় গুলিতে ৩৬ খনি শ্রমিক নিহত
প্রকাশ: ২০১৬-১১-০৯ ১১:২৪:১৩
নাইজেরিয়ার উত্তর-পূর্বে বন্দুকধারীদের গুলিতে ৩৬ জন স্বর্ণ খনি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জামফারা রাজ্যের মারু জেলার একটি খনি ক্যাম্পে হামলা চালায় বন্দুকধারীরা। তবে হামলার কারণ সম্পর্কে জানা যায়নি।
জামফারার গভর্নর আবদুল আজিজ ইয়ারি আবু বকর এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
গত জুলাইয়ে জামফারার জঙ্গলে সশস্ত্র ক্যাডার বাহিনীকে দমন করতে বিশেষ সেনাবাহিনীর ইউনিট পাঠিয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি।
গত তিন বছরে ঐ এলাকার গ্রামগুলোতে শত শত মানুষ নিহত হয়েছে।