বুশের ভোট না পেয়ে একি বললেন ট্রাম্প !

প্রকাশ: ২০১৬-১১-০৯ ১১:৩৬:৪২


trumpযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ভোট না দেয়ায় বেশ কষ্টে পেয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজ দলের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভোট না পেলেও চূড়ান্ত ফলাফলে তা কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।

মঙ্গলবার নিজ স্ত্রী লরা বুশসহ ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনের বাক্সে ভোট ফেলেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধমে খবর প্রকাশিত হয়েছে। এবারের প্রেসিডেন্ট মনোনয়ন দৌড় থেকে নিজ ভাই জেব বুশের ছিটকে পড়াকে কেন্দ্র করেই বুশের এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

তবে ঘটনাটি শোনার পর স্থানীয় এক রেডিওকে দেয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, ‘আই থিঙ্ক, ইটস স্যাড।’ তবে তিনি এও বলেন, তার (জর্জ বুশ) এ সিদ্ধান্ত চূড়ান্ত ফলে তেমন কোনো প্রভাব ফেলবে না।

ইরাক প্রশ্নে বুশের সিদ্ধান্তের সমালোচনা করে ট্রাম্প বলেন, বুশ যেভাবে আমেরিকাকে ইরাকের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন, তা ছিল গা শিউরে ওঠার মতো সিদ্ধান্ত। আমি তার কঠোর সমালোচনা করেছিলাম। তবে ইরাক থেকে মার্কিনদের বের হয়ে আসার বিষয়ে ওবামার সিদ্ধান্তকেও ভয়ঙ্কর।

এদিকে বুশ কমিউনিকেশনসের পরিচালক ফ্রেড্ডি ফোর্ড বলেন, ‘ট্রাম্পকে বুশ দম্পতির ভোট না দেয়ার খবর সত্য নয়।’
‘মি. ও মিসেস প্রেসিডেন্ট আজ নয় (মঙ্গলবার), দুই সপ্তাহ আগে ভোট দিয়েছেন  এবং তারা সেটা হিলারি ক্লিনটনকে দেননি।’

সানবিডি/ঢাকা/এসএস