কুষ্টিয়ায় স্ত্রীসহ কলেজশিক্ষককে কুপিয়ে জখম

প্রকাশ: ২০১৬-১১-০৯ ১২:১৮:০৭


kushtiaকুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আলী ইশা ও তার স্ত্রী শামসুননাহারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে শহরের হাউজিং এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন চৌধুরী বলেন, শহরের হাউজিং এলাকায় সদ্য নির্মিত নিজ বাড়ির নিচ তলায় আলী ইশা ও তার স্ত্রী শামসুননাহার থাকতেন। রাত ২টার দিকে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরের ঢুকে তাদের কোপাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ জানা যায়নি।

সানবিডি/ঢাকা/এসএস