চট্টগ্রামে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪৩

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-১১-১২ ১৪:৩৫:০৬


চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) আরও ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৩ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ৩১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছে। চলতি নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।

জানা যায়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বর মাসে মারা গেছেন ৮ জন। গত বৃহস্পতিবার ১ নারী এবং শুক্রবার শিশুসহ দুই জনের মৃত্যুর তথ্য দেন সিভিল সার্জন কার্যালয়।

বিএইচ