খুলনায় অস্ত্র গুলি ও বোমাসহ বনদস্যু আটক
|| প্রকাশ: ২০১৫-১০-২৪ ১৭:২২:০৭ || আপডেট: ২০১৫-১০-২৪ ১৭:২২:০৭

জেলা গোয়েন্দা পুলিশ শুত্রবার দিবাগত রাতে খুলনার ফুলতলায় বেজেরডাঙ্গা প্রাইমারী স্কুল মাঠ থেকে এমদাদুল গাজী (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক এবং ১টি শার্টারগান, বন্দুকের ২টি কার্তুজ ও ৫টি বোমা উদ্ধার করে।
পুলিশ জানায়, বেজেরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন দূষ্কৃতিকারী স্থানীয় বেগুনবাড়িয়া গ্রামের একজন চিহ্নিত সন্ত্রাসীর ছত্রছায়ায় অস্ত্রসস্ত্র ও শক্তিশালি বোমাসহ গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে শুত্রবার রাত সাড়ে ১০টায় খুলনার অতিঃরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ডিবির ওসি ত ম রোকনুজ্জামানের নেতৃত্বে এসআই মুক্তরায় চৌধুরী, এসআই ইব্রাহিম শেখ ও এএসআই মোঃ এখলাছুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দূবৃর্ত্তরা পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ এমদাদুল গাজী (৩২) নামে এক সন্ত্রাসীকে ১টি শার্টারগান, বন্দুকের ২টি কার্তুজ, ৫টি কার্তুজের খোসা ও ৫টি বোমাসহ তাকে আটক করে। আটককৃত এমদাদুল কয়রা থানার ৫নং কয়রা গ্রামের মৃতঃ রশিদ গাজীর পুত্র এবং সুন্দরবনের বনদস্যু আলামিন বাহিনীর সদস্য বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফরোকদ্রব্যাদী আইনে ফুলতলা থানায় পৃথক ০২ টি মামলা দায়ের করেন।
সানবিডি/ঢাকা/এসএস
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
দাবি পূরণের আশ্বাসে বেনাপোল বন্দরে ধর্মঘট প্রত্যাহার
-
সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে: শামীম
-
দিনাজপুরে সড়কে ইউপি সদস্যসহ ৩ জন নিহত
-
ডিসেম্বরে পদ্মা সেতুর রেল সংযোগের উদ্বোধন
-
উত্ত্যক্তের প্রতিকার চেয়ে পুলিশ কর্মকর্তার হাতে ধর্ষণের শিকার কলেজছাত্রী
-
১৭ মে থেকে বেনাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ