লভ্যাংশ দেয়নি বঙ্গজ

আপডেট: ২০১৬-১১-১০ ১৮:২৩:৪১


bangozপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আজ বৃহস্পতিবাজার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ৭৬ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।