গোল্ডেন সনের এজিএমের তারিখ পরিবর্তন
প্রকাশ: ২০১৬-১১-১৩ ১১:২১:৪৯
প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণেই কোম্পানির এজিএমের আরিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আগামী ২৪ ডিসেম্বর কোম্পানির এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৬ নভেম্বর।
সানবিডি/ঢাকা/এসএস