দীপিকা ৪০ কোটির ফ্ল্যাট উপহার দিলেন যাকে!
প্রকাশ: ২০১৬-১১-১৩ ১৫:৪৭:৩৪
বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন থাকেন দক্ষিণ মুম্বাইয়ের পেল্লাই শহরের একটি বহুতল ভবনে। চার বিএইচকের সেই ফ্ল্যাটটির দাম মাত্র ১৬ কোটি। সম্প্রতি সেই অ্যাপার্টমেন্টের ৩০ তলায় আরো একটি ফ্ল্যাট কিনলেন তিনি। তবে জানা যায়, ফ্ল্যাটটি তিনি নিজের জন্য ক্রয় করেন নি!
তবে কী তার প্রিয়জন রণবীরের জন্য! না, তাও নয়! দীপিকা ৪০ কোটির এই ফ্ল্যাট উপহার দিলেন তার বাবা প্রকাশ পাড়ুকোনকে। প্রকাশ পাড়ুকোন মেয়েকে দেখতে প্রায় মুম্বাইতে আসেন পুরো পরিবার নিয়ে।
কিন্তু তার সঙ্গে পরিবার যাতে একই অ্যাপার্টমেন্টে থাকতে পারে সে কারণেই ফ্ল্যাট কেনা হয়েছে বলে নায়িকার ঘনিষ্ঠমহল সংবাদমাধ্যমকে জানিয়েছে।