যুক্তরাষ্ট্রের ওরেগনে স্বাধীনতার দাবি

প্রকাশ: ২০১৬-১১-১৩ ১৬:৫৬:০৫


us_oragonযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত উত্থানের প্রেক্ষিতে  দেশটির অঙ্গরাজ্য ওরেগনে স্বাধীনতার দাবি উঠেছে। এর আগে দেশটির অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াও স্বাধীনতার দাবি উঠেছিল। জানা যায়, ওরেগেন স্টেটের দুই বাসিন্দা একটি পিটিশন ফাইল করেছেন। যেখানে ওরেগনের যুক্তরাষ্ট্র ছাড়ার ব্যাপারে ভোটের আয়োজনের কথা বলা হয়েছে।

একই সাথে অন্য কোনো রাষ্ট্রকে সাথে নিয়ে নতুন ইউনিয়ন গঠন করার প্রস্তাবও রয়েছে এই পিটিশনে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতেও স্বাধীনতার দাবি উঠেছে বলে ব্রিটেনের সংবাদমাধ্যম ইন্ডিপিন্ডেন্টের খরবে বলা হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে ওরেগনের ৫২ শতাংশ জনগণ হিলারিকে ভোট দিলেও ৪১ শতাংশ ভোটার ট্রাম্পকে ভোট দিয়েছে বলে জানা যায়।