কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুলের জামিন
প্রকাশ: ২০১৬-১১-১৩ ১৭:৪৪:৫০
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের (বরখাস্ত) মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে আরিফের আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন জানান, “কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন। আজ বিস্ফোরক আইনের মামলায় তিনি জামিন পেলেন। ফলে তার মুক্তিতে আপাতত কোনো বাধা নেই।”
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ জানান, আরিফুলের জামিনের আবেদনের ভিত্তিতে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। এখন আপিল আবেদনের নিষ্পত্তি না হওয়া পযর্ন্ত তিনি জামিনে থাকবেন। তবে হাইকোর্টের এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
বর্তমানে মামলাটি সিলেটের দ্রুত বিচার আদালতে বিচারাধীন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়া। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই দিনই মধ্যরাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।