নিখোঁজের একদিন পর মাদারীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৬-১১-১৩ ১৯:০০:২১


lash_uddharমাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকার একটি পুকুর থেকে নিখোঁজের একদিন পর লাভলি বেগম (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ছয়না গ্রামের লাভলি বেগমের সাথে  গোপালগঞ্জ জেলার মকসেদপুর গ্রামের মিলন তালুকদারের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মিলন তালুকদার মালশিয়া চলে যায়। স্বামী বিদেশ থাকায় লাভলি বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সদর উপজেলার পানিছত্র এলাকায় ভাড়া করা বাসায় বসবাস করতো।

লাভলি শনিবার থেকে নিখোঁজ ছিলেন। পরদিন রবিবার সকালে লাভলি বেগমের লাশ কুকরাইল এলাকার মোতালেব মোল্লার পুকুরে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

মাদারীপুর সদর থানার এস.আই প্রদীপ কুমার জানান, আমরা কুকরাইল এলাকার একটি পুকুর থেকে লাভলি বেগমের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।