গেজেট হলে বিকেলেই নাসিক নির্বাচনের তফসিল: সিইসি

আপডেট: ২০১৬-১১-১৪ ১৮:৪২:৩৩


cecনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের বিধিমালার গেজেট আজ প্রকাশ হলে বিকেলেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি বলেন, আমাদের গেজেট প্রকাশের কার্যক্রম চলছে। বিকেলের মধ্যে তা হাতে পেলে আজই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।