জবির বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু
প্রকাশ: ২০১৬-১১-১৪ ১৮:১১:১১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবরি) বাংলা বিভাগের অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। উল্লেখ্য, ড. আরজুমন্দ আরা বানু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য-এ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
‘শহিদুল্লা কায়সার ও জহির রায়হানের কথাসাহিত্য: বিষয় ও প্রকরণ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থসমূহ হলো: স্বপ্নের সীমানা (গল্পগ্রন্থ), হৃদয়ের হাওয়া বদল (কাব্যগ্রন্থ), বর্ণমালায় মুক্তিযুদ্ধ (যৌথভাবে), শহীদুল্লা কায়সার ও জহির রায়হানের কথাসাহিত্য: বিষয় ও প্রকরণ, বাংলা শিশুতোষ ছড়া ও কবিতা: বিষয় ও প্রকরণ, আধুনিক বাংলা সাহিত্যের অমৃতধারা, প্রথম যুগের ছয় উপন্যাস, সাহিত্য কথনিকা ও সাহিত্য অনুবন্ধ। এছাড়াও তার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ, সম্পাদিত গ্রন্থ রয়েছে। উল্লেখ্য, তিনি ১৯৮৬ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সাহিত্য পুরস্কার’ এবং ১৯৮৭ সালে শামসুন্নাহার হল সাহিত্য পুরস্কার ‘ছোটগল্পে প্রথম’ লাভ করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস