সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
প্রকাশ: ২০১৬-১১-১৪ ১৮:১৭:১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে আদিবাসী শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আদিবাসী শিক্ষার্থী সৌরভ মুর্মুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আসারু’র অর্থ সম্পাদক সুমন হেমব্রম, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের রাবি শাখার সভাপতি আব্দুল মজিদ অন্তর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উইলসন সরেন প্রমুখ।
মানববন্ধনে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং তাদের পৈর্তৃক জমি ফেরত দেয়ার দাবি জানানো হয়। এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি প্রতিবাদী র্যালি বের করে আদিবাসী শিক্ষার্থীরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।