আদালত থেকে পালানো রুবেল গ্রেফতার
আপডেট: ২০১৬-১১-১৫ ১৮:৪২:২৬
ঢাকার নিম্ন আদালতের বিচারকের খাস কামরা থেকে পালানো রাজধানী বাড্ডার গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর রোববার বিকেলে আদালত থেকে পালায় সে। আদালত থেকে আসামির এভাবে পলায়নে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল রুবেলকে ফের গ্রেফতারের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
সানবিডি/ঢাকা/এসএস