‘ভূমিহীন সাঁওতালদের বাড়ি বানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’
আপডেট: ২০১৬-১১-১৬ ১৬:৪০:০৪
স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভূমিহীন সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে আশ্রায়ন প্রকল্পের অাওতায় ঘরবাড়ি বানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আজ বুধবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাসিরনগরের ঘটনায় বেশ কয়েকটি তদন্ত দল কাজ করছে। তদন্ত প্রতিবেদনগুলো হাতে পাওয়ার পর সবকিছু জাতির কাছে পরিষ্কার হবে।
তিনি আরো বলেন, যে দোকান থেকে ফেসবুকে ধর্ম অবমাননার ছবি পোস্ট করা হয়েছিল সেই দোকান মালিককে আমরা খুঁজছি। তাকে আমরা ধরার চেষ্টা করছি। তাকে পেলেও পরিষ্কার হবে- কে বা কী উদ্দেশ্যে এ হামলা করেছে।