গাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২০১৬-১১-১৬ ১৭:৫০:৩৬


gazipurগাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া আসামিদের পৃথক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছরের সাজা ও জরিমানার দণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুর ২টায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি চরপাড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল থানার বিছামনি গাংপাড় গ্রামের মুন্না মিয়া (২৫)।
রায়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে আ: মোমিন নামে একজনকে ফেলে হত্যার অভিযোগে ওই দুজনকে মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অপর ধারায় তাদের দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং অপর ধারায় ১০বছরের সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর ২২ মার্চ রাত ৯টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন আন্তঃনগর মহানগর এক্সপ্রেসের ছাদে ছিনতায় করার সময় মোমিন একজনকে ফেলে দেয়। এতে করে তার ঘটনা স্থলে মৃত্যু হয়। এই ঘটনায় হাসান মাহমুদ (২৬) ও আবু সাঈদ (১৮) নামে আরও দুই যুবক আহত হয়।