ভারতে বাটা সু’র শেয়ারদর একবছরে সর্বনিম্ন

প্রকাশ: ২০১৬-১১-১৬ ১৭:৫৮:১০


bataবিজনেসটুডের খবরে বলা হয়, আজ বুধবার লেনদেনের শুরুতেই ভারতের ন্যাশনাল স্টক এক্সচেক্সে (এনএসই) সূচক ছিল উর্ধ্বমুখী। এর মধ্যেই কোম্পানিটির শেয়ারদর গত এক বছরে সর্বনিম্নে পৌঁছে। এনএসইতে এদিন সকালের দিকে কোম্পানিটির দর ৪২০ রুপির কোটায় নামে।

এদিকে, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এনএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, গত দুই দিনের খরা কাটিয়ে উঠে ভারতের পুঁজিবাজার। তবে দিনশেষে এনএসইতে নিফটি সূচক ছিল গত দিনের চেয়ে সামান্য উপরে।

এদিকে দিনশেষে বাটা ইন্ডিয়ার শেয়ারদরেও উন্নতি দেখা যায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ারদর ৪২৯.৯৫ রুপি দরে লেনদেন শেষ করে।

বাজার বিশ্লেষক চন্দন তাপারিয়া জানান, গত ৩ সপ্তাহ ধরে বাটার শেয়ারদর নিম্ন থেকে আরও নিচে নামছে। কোম্পানিটির শেয়ার এসময় বিক্রির চাপে রয়েছে। তবে ঘুরে দাঁড়ানোর জন্য বার বার চেষ্টা করছে।