মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন মমতা

প্রকাশ: ২০১৬-১১-১৬ ১৭:৫৬:১৮


mamtaভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে এ টি এম-‌এর অর্থই বদলে গেছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দিল্লিতে আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স এবং শিবসেনাকে পাশে নিয়ে বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সঙ্গে দেখা করতে গিয়ে মমতা বললেন, ‘‌আগে এ টি এমের মানে ছিল অল টাইম মানি (‌সবসময় টাকা পাওয়া যাবে)‌। আর এখন সেটা হয়ে গেছে আয়েগা তো মিলেগা (‌টাকা থাকলে তবেই পাওয়া যাবে।’‌

মমতা বলেন, ‘‌মুহাম্মদ বিন তুঘলক যেমন উপযুক্ত পরিকল্পনা ছাড়াই যেমন হঠকারী সিদ্ধান্তে রাজধানী বদল করেছিলেন, মোদিজির নোট বদলের এই সিদ্ধান্তও তেমনই পরিকল্পনাবিহীন এবং অনৈতিক।’‌ রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও জমা দেন তারা। রাষ্ট্রপতি এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করার অনুরোধ জানান তিনি।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, নোট বাতিলের জেরে দেশের আইন-‌শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ‌কোথাও হতাশায়, কোথাও হয়রানির কারণে প্রাণ হারিয়েছেন ২০-‌৩০ জন। দেশের বিভিন্ন প্রান্তে খাদ্য এবং অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান নেই। সব মিলিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন জনগণ। অবিলম্বে পরিস্থিতির উন্নতি চান মমতা।‌