রাবি প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি তৌহিদ সম্পাদক সোহাগ

আপডেট: ২০১৬-১১-১৭ ১৮:০৬:২৫


rupc-president-secretaryরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২৭তম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের তাসলিমুল আলম তৌহিদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বর্তমানের ইমদাদুল হক সোহাগ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ক্লাবের কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান ২।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি-১ আল আমীন হোসেন আকাশ (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি-২ মনিরুল ইসলাম নাঈম (ক্যাম্পাস লাইভ/ বিবার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক- রবিউল ইসলাম তুষার (The Financial  Express), কোষাধ্যক্ষ- মানিক রাইহান বাপ্পী (দৈনিক নতুন প্রভাত), দপ্তর সম্পাদক- সাইফুল্লাহ খালিদ (দৈনিক আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মুজাহিদুল ইসলাম শাহিন (দৈনিক মানবকন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- আব্দুর রহমান আশিক (দৈনিক ভোরের পাতা), ক্রীড়া সম্পাদক- নুর মোহাম্মদ রিফাত (নতুন বার্তা ডটকম) এবং কার্যনির্বাহী সদস্য- আমানুল্লাহ আবির (দৈনিক দিনকাল), হুমায়ুন কবীর সাজু (দৈনিক রাজশাহীর আলো) মিজানুর রহমান রানা (দৈনিক রাজবার্তা)।

নির্বাচনের ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. হাছানাত আলী, প্রফেসর ড. ফজলুর রহমান, রাবি প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি গোলাম রসুল রনি প্রমুখ।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস