প্রিয়াংকার অভিনব প্রচারণা
আপডেট: ২০১৬-১১-১৭ ১৮:০৫:০৫
দ্বিতীয় সিজন শুরু হয়ে গিয়েছে ‘কোয়ান্টিকো’র। তাই চুটিয়ে সিরিজের প্রচার চালাচ্ছেন প্রিয়াংকা চোপড়া। প্রচারণায় অভিনব পন্থাও অবলম্বন করেছেন তিনি। সম্প্রতি এর প্রচারণায় তিনি গিয়েছেন নিউ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায়ও! একসময় বিশ্বের উচ্চতম বহুতল ছিল নিউ এম্পায়ার স্টেট বিল্ডিং।
নিউ ইয়র্কের এই পৃথিবীখ্যাত ল্যান্ডমার্ক সম্প্রতি ঘুরে দেখলেন প্রিয়াংকা। ‘কোয়ান্টিকো টু’-এর প্রচারের উদ্দেশ্যেই এখানে এসেছিলেন নায়িকা। পরনে ছিল পার্পল ওয়ান পিস আর নি-লেংথ বুট। ম্যাচিং পার্পল লিপ কালারে ঝলমলে দেখাচ্ছিল তাকে। স্টেট বিল্ডিংয়ের একেবারে উপরে অবজারভেশন ডেকে কিছুক্ষণ সময় কাটান এ অভিনেত্রী।
চলে চুটিয়ে ফোটোসেশনও। সেল্ফি তুলে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন নায়িকা। ক্যাপশন, ‘আই টুক অ্যা পিল ইন ইবিজা…’ গানের লাইন! এদিকে ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় সিজনেও প্রিয়াংকাকে দেখা যাচ্ছে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে। এরই মধ্যে এর মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন এ অভিনেত্রী।