রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশ: ২০১৬-১১-১৯ ১০:৩৯:৩৯


Road Accident (2)রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে এ ঘটে।

নিহত জাকির হোসেনের প্রতিবেশী সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে (জাকির) সাদ্দাম মর্কেটের সামন থেকে রাস্তা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০ টায় মারা যায় সে। জাকির হোসেনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।