ওআইসির নতুন মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রকাশ: ২০১৬-১১-১৯ ১৩:০৩:০৪


oicইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব ইউসুফ আল ওসাইমিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার ওআইসির নতুন মহাসচিব নির্বাচন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এই আমন্ত্রণ জানান। একইসঙ্গে মহাসচিব নির্বাচিত হওয়ায় ইউসুফ আল ওসাইমিনকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি আরবের মক্কায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে ইউসুফ আল ওসাইমিন মহাসচিব হিসেবে নির্বাচিত হন। ইউসুফ ওসাইমিন সৌদি আরবের সাবেক সমাজকল্যাণমন্ত্রী।

ইয়াদ মাদানির স্থলাভিষিক্ত হবেন ইউসুফ আল ওসাইমিন। গত অক্টোবরে ইয়াদ মাদানি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসিকে নিয়ে বিদ্রুপ করার অভিযোগে সমালোচনার মুখে পড়েন। এর কয়েক দিনের মাথায় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মাদানি পদত্যাগ করলে নতুন মহাসচিব হিসেবে ইউসুফ আল ওসাইমিনের নাম প্রস্তাব করে সৌদি আরব।