ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল রিমান্ডে

প্রকাশ: ২০১৬-১১-১৯ ১৮:৪৯:১৭


policeরাজধানীর কাওরান বাজারে ডিম ব্যবসায়ীর ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার দুই কনস্টেবলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ঢাকার মহানগর হাকিম ফরাসুজ্জামান আনসারীর আদালতে তাদের হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ডে নেয়া দুই পুলিশ সদস্য হলেন— লতিফুজ্জামান ও রাজেকুল খন্দকার।
গত শুক্রবার ভোরে কাওরান বাজার থেকে টাকা ছিনতাইয়ের সময় এই দুই পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দেয় জনতা। পরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আব্দুল বাসির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের রিমান্ডে নেয়া হয়েছে।