আলোচিত সেই শিশুর সঙ্গে হোয়াইট হাউসে ওবামা

প্রকাশ: ২০১৬-১১-২০ ১২:০৯:২৬


obamaমনে পড়ে একটি চেয়ারে হতবাক হয়ে বসে থাকা সেই শিশু ওমরান দাকনিশের মুখটা? যার মুখে ছোপ ছোপ রক্ত। ধুলোবালিতে ভরা বিক্ষত শরীর। সিরিয়ার আলেপ্পো শহরের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা সেই ওমরানকে পরিবারের ছায়া দিতে চেয়েছিল ৬ বছরের আরও এক ছোট শিশু। আমেরিকার নাগরিক অ্যালেক্সের সেই আন্তরিকতায় মুগ্ধ হয়েছিল গোটা দুনিয়া। কয়েক মাস আগে প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি চিঠি লিখেছিল আলেক্স।

চিঠিতে ওবামাকে শিশুটি বলেছিল, ওমরান আমাদের বাড়িতেই থাকবে, তাকে আমরা আবার একটা পরিবারের স্নেহ দেব। সে আমাদের ভাই হয়েই থাকবে। স্কুলে আমার আরও একজন সিরিয়ার বন্ধু আছে। ওমারের সঙ্গে ওমরানের আলাপ করিয়ে দেব আমি। আমরা সবাই একসঙ্গে খেলব, জন্মদিনের পার্টিতে যাব। ওকে ইংরেজিও শিখিয়ে দেব আমি। আপনি শুধু ওকে আমার বাড়িতে নিয়ে আসুন।’ ছোট অ্যালেক্সের এই চিঠি বারাক ওবামা পড়ে শুনিয়েছিলেন উদ্বাস্তুদের সমস্যা নিয়ে জাতিসংঘের একটি সম্মেলনে। এবার তাকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করলেন তিনি।

তাকে স্বাগত জানিয়ে বললেন, ‘তুমি খুবই ভালো এবং দয়ালু। আশা করি তোমার মতো করে আরও অনেক মানুষ ভাববেন। তোমার জন্য আমি খুবই গর্বিত। সবাইকে তোমার লেখা এই চিঠি আমি পড়ে শুনিয়েছি। সবার কাছে তোমার বার্তা পৌঁছে গেছে।’