ট্রাম্পকে সময় দিতে ওবামার আহ্বান

প্রকাশ: ২০১৬-১১-২১ ১১:০০:২৫


obamaনির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এমনকি তাকে ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলেও তিনি মন্তব্য করেছিলেন। এখন সেই ওবামায় আবার বলছেন, এখনই খারাপটা না চিন্তা করতে বরং ডোনাল্ড ট্রাম্পকে সময় দিতে।

এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে বর্তমানে পেরুতে অবস্থান করছেন বারাক ওবামা। সেখানে তরুণদের সঙ্গে আলাপচারিতার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বারাক ওবামা বলেন, আপনাদের প্রতি আমার বার্তাটি হচ্ছে, এখনি সবচেয়ে খারাপটা চিন্তা করবেন না। এখনো তারা নীতি নির্ধারণী বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। অপেক্ষা করুন ট্রাম্পের নীতির রূপরেখা পর্যন্ত, তারপর আপনারা বিবেচনা করবেন তার প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়ক কিনা।