ত্বকের বলিরেখা দূর করবে ২ উপাদান

প্রকাশ: ২০১৬-১১-২১ ১১:৫৩:৩৯


fasionবয়স ধরে রেখে চিরসবুজ থাকতে কে না চায় বলুন? কিন্তু প্রাকৃতিক নিয়মে সময়ের সাথে সাথে বয়স বৃদ্ধি পাবে। আর বয়সের সাথে সাথে ত্বকে দেখা দেয় বলিরেখা বা রিংকেল। ত্বক থেকে বলিরেখা দূর করার জন্য কত চেষ্টা কত অ্যাণ্টি রিংকেল ক্রিম, অ্যান্টি রিংকেল ফেসিয়াল ব্যবহার করে থাকেন। এত কিছু করার পরও শেষ রক্ষাটি হয় না।

একবার ত্বকে বলিরেখা পড়ে গেলে তা দূর করার বেশ কষ্টকর। তাই ত্বকে বয়সের ছাপ পড়ার আগে তা প্রতিরোধ করা উচিত। প্রতিদিন একটি প্যাক ব্যবহারে ত্বকে বলিরেখা পড়া প্রতিরোধ করা সম্ভব।

যা যা লাগবে:

১/২ চা চামচ লেবুর রস

১টি ডিমের সাদা অংশ

যেভাবে প্যাক তৈরি করবেন:

১। একটি পাত্রে ডিমের সাদা অংশ এবং লেবুর রস একসাথে মেশান।

২। কয়েক মিনিট ভাল করে নাড়ুন। ফেনা না উঠা পর্যন্ত নাড়তে থাকুন।

যেভাবে ব্যবহার করবেন:

১। প্রথমে মুখ এবং ঘাড় ভাল করে ধুয়ে ফেলুন।

২। আঙ্গুল দিয়ে ম্যাসাজ করে মুখ এবং ঘাড়ে চক্রাকারে প্যাকটি লাগান।

৩। ১০-১৫ মিনিট রাখুন।

৪। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৫। তারপর ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করুন।

৬। এটি সপ্তাহে তিন-চার বার ব্যবহার করুন।

ডিমের সাদা অংশ ত্বকের নমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে। লেবুর রস প্রাকৃতিক ব্লিচিংয়ের মত কাজ করে।