আশুলিয়ায় কারখানায় আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট: ২০১৬-১১-২৩ ১৩:৩৮:৩৫


dmc-mdসাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানার আগুনে দগ্ধ ২৬ জন নারী শ্রমিকের মধ্যে আঁখি (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। বাবার নাম আশরাফুল।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই কিশোরীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ২৬ জন নারী শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ শ্রমিকদের মধ্যে যাদের না জানা গেছে তারা হলেন- নিয়ারা (৩০), খাদিজা (১৩), নাজমা (১৩), হালিমা (২০), রাখি (২২), সোনিয়া আক্তার (১৬), রিনা (১৬), ফাতিমা (১৫), সিমু (২৫), জলি (২২) ও মুক্তি (১৯) । এদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কারখানাটির জমির মালিক স্থানীয় এক বিএনপি নেতা বলে জানিয়েছেন ওই কারখানার ম্যানেজার নজরুল ইসলাম।  তিনি বলেন, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব এই জমির মালিক। তার কাছ থেকে ঢাকার শামীম সিকদার গ্যাস ম্যাচ তৈরি করতে ভাড়া নিয়ে  এই কারখানা দেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কারখানাটিতে গ্যাস মজুদ ছিল। ফলে আগুন নেভাতে অনেক সময় লেগেছিল।