জন্মই সোহাগীর আজন্ম পাপ
আপডেট: ২০১৭-১১-১৮ ১৪:০৪:১২
বাবা মা শখ করে নাম রেখেছিল তনু। পুরো নাম সোহাগী জাহান তনু। কতইনা অর্থবহ মিষ্টি নাম। সোহাগী শব্দের অর্থ আদরের আর জাহান শব্দের অর্থ দুনিয়া। মানে বাবা মার আদরের দুনিয়া। মেধাবী, প্রতিভাবান ও শিল্প সচেতন এই মেয়ের এই করুণ পরিনতী। কল্পনাতেও এমন ভাবা যায় না।
এই মিষ্টি সোহাগী নামের বড় মায়াবী চোখের মেয়েটাকে কিছু পশু কুমিল্লা ক্যান্টনমেন্টের কোন একটা জায়গায় নিয়ে ধর্ষণ করেছে। মেয়েটি নিশ্চয় বাধা দিয়েছিল বা পশুগুলোকে চিনে ফেলেছিল , তাই হয়ত ধর্ষণ শেষে ওরা মেয়েটাকে হত্যা করেছে। তারপর সুবিধামত জায়গায় মৃতদেহটা ফেলে রেখে গেছে।
মেয়েটা খুন হয়েছে অনেক দিন। ঘটনার প্রাচুর্যতায় পরিপূর্ণ এই দেশেএক তনুকে কত দিন মনে রাখা যায়? খবরের কাগজে এখন আর ওকে নিয়ে লেখা হয় না। বাংলাদেশে অনেক মানুষ, এখানে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে। আমি ভুলিনি। তনুর কথা চাপা পরে যায়। সময়ের সাথে আবেগ শিথিল হয়ে আসে। কি হচ্ছে তনুর বাবা মার মনের ভেতর?
এই মেয়ে টাকে যারা ধর্ষণ করেছে ওরা আপনার মতই পুরুষ নামের পশু। ওরা ধর্ষণ করার সময় হয়ত তনুর মনে হয়েছিল” জন্মই তার আজন্ম পাপ”
ক্যান্টনমেন্ট হচ্ছে সশস্ত্রবাহিনীর নিজস্ব এলাকা যেখানে সবকিছু সশস্ত্রবাহিনী দ্বারা নিয়ন্ত্রীত। এই সংরক্ষিত এলাকায় কিভাবে একটা মেয়েকে ধর্ষণ ও হত্যা করা হল। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপর তারা তাদের সীমানায় সদ্য কৈশর উত্তীর্ণ একটা মেয়েকে নিরাপত্তা দিতে পারেনা তারা কিভাবে সমগ্র দেশকে রক্ষা করবে? সবচেয়ে সুরক্ষিত এলাকায় এই ধরনের ঘটনা কিভাবে ঘটল? প্রকৃত ঘটনা তাহলে লোক চক্ষুর আড়লেই থেকে যাবে?
তনুর বিচারটা জরুরী কেবল তনুর জন্যে বা তনুর বাবা মায়ের জন্যে নয়। বিচারটা আমাদের নিজেদের স্বার্থেই প্রয়োজন। তনুর জন্যেতো বটেই, আমাদের সবার জন্যে জরুরী।
আমি সোহাগী জাহান তনুর জন্যে ন্যায়বিচার চাই। আইনি ভাষায় বলা যাবে যে মামলা হয়েছে, তদন্ত চলছে, কিন্তু অপরাধী কি সনাক্ত হয়েছে? উত্তর নাই। আমরা চাই না এই ধরনের নির্যাতন ও হত্যাকাণ্ডটাও আর দশটা মামলার মত পুলিশের আর আদালতের লক্ষ লাল নথীর ভিড়ে মিলিয়ে যাবে। আমরা চাই তদন্ত ও বিচার যেন দ্রুত হয়।
আমি সোহাগী জাহান তনুর হত্যাকান্ডের প্রকৃত তদন্ত চাই এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।