ছয় মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ি পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-১২ ১৯:১৯:৫০
ছয় মাসের মধ্যে রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, রাতারাতি বায়ুদূষণ দূর করা সম্ভব নয়, এ জন্য সময়ের প্রয়োজন। বায়ুদূষণ দূরীকরণে আন্তঃমন্ত্রণালয় সভায় বেশ কিছু সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, কোনো রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।
ভারতের উপরে মানুষের ক্ষোভের বিষয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, বিতাড়িত শাসককে (শেখ হাসিনা) আশ্রয় দিয়েছে ভারত, সে কারণে সাধারণ মানুষের ক্ষোভ হওয়া স্বাভাবিক।
তিনি বলেন, তবে একটি বিষয়ে ক্ষোভ প্রকাশ হলে আরেকটি বিষয়ে আলোচনার দরজা বন্ধ হয়ে যাবে তা নয়। সম্পর্ক হবে জনগণের সাথে জনগণের।
জরুরি কাজ না থাকলে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দূষণ থেকে নিজেকে রক্ষায় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
যেসব স্থানে সবচেয়ে বেশি দূষণ হয়, সেখানে ইট তৈরির কারখানা বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা।
বিএইচ